শীতে কাঁপছে উত্তরাঞ্চল। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা ছিলো কুড়িগ্রাম জেলায়।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিসের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তারা বলেছেন, গত ৫ বছরের মধ্যে উত্তরাঞ্চলের সবগুলো জেলার মধ্যে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। হিমেল বাতাসের কারণেই এমনটি হয়েছে। আগামী তিন দিন পর্যন্ত ওই জেলায় এ অবস্থা থাকতে পারে।
এদিকে, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। প্রচণ্ড শীতে কাঁপছে লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও দিনাজপুর। উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কৃষক ও দিনমজুরদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।