চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ তোফাজ্জল হোসেন সরকার আর নেই।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবন দোলংয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সারাজীবন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার জন্য এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বেলা ৩টায় চাটমোহর দোলং স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দ্বিতীয় জানাজা নামাজ বাদ মাগরিব নিজ গ্রাম চরনবীন-লাঙ্গলমোড়া ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর ইন্তেকালে মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।