বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনা বেড়া উপজেলার মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে মোটা অংকের ঘুষ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী, অভিবাবক, প্রার্থীরা ছাড়াও রুপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, মাশুমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফ খাঁন, বেড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রানা ছাড়াও স্থানীয় ও বিএনপির অংগসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করেন। সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশটি মাশুমদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে বক্তারা বলেন, নিয়োগ প্রাপ্ত প্রার্থী হাসান জাফরির আওয়ামী ফ্যাসিবাদী পরিবারের এক সক্রিয় সদস্য। তার কাছ থেকে ১৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে এ নিয়োগ দেওয়া হয়েছে। কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. খন্দকার পারভেজ আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু, সদস্য মজিমুর রহমান, মাসুদ রানা ও খন্দকার রুমি এ ঘুষ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।
এই নিয়োগ পরিক্ষাটা ছিল মুলত লোক দেখানো। অধ্যক্ষ আগে থেকেই তার মনোনিত প্রার্থীর নিকট থেকে মোটা অংকের ঘুষ নিয়ে সবকিছু ঠিক করে রেখেছিলেন। ঘুষ বানিজ্যর এই নিয়োগ আমরা মানি না। আমরা এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দিব এবং অতি দ্রুত এই নিয়োগ বাতিল না করা হলে তারা কলেজে তালা ঝুলিয়ে কলেজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা। জানা যায়,গত শনিবার ২৩ আগষ্ট উক্ত কলেজে ১১ জন নিয়োগ পরিক্ষায় অংশগ্রহন করেন।
এ নিয়ে প্রতিদিেিনর সংবাদে “অফিস সহকারি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ” শিরোনামে সোমবার ছবিসহ একটি সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাদের চাকরি হয়নি তারা তো অভিযোগ দেবেই। টাকা লেনদেন হয়েছে এটা কি কেউ প্রমাণ করতে পারবে? তাছাড়াও নিয়োগ তো এখনও ফাইনাল করা হয়নি শুধু রেজাল্ট দেয়া হয়েছে। এখনও নিয়োগ কমিটি নিয়োগটি ফাইনাল করেনি।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি শুনেছি কিন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।