মোহাম্মদ শাহ্ ফরহাদ (তাড়াশ প্রতিনিধি) : সিরাজগঞ্জের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নান নগর নামক স্থানে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি আটক করে থানায় নিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা টপ নিউজ অফ বাংলাদেশকে জানান, উভয় বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।বাস দুটি আটক করা হয়েছে। ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেল বাসটি মান্নান নগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।