রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভ্রাম্যমাণ আদালতে চাটমোহরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ১৩৮ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

 

চাটমোহর (পাবনা)  প্রতিনিধি :

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ শতাধিক চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল। 

মঙ্গলবার (১১ জুন) চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটা গাঙ থেকে এ জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেল মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন জানান, চলনবিল অঞ্চলের নদ-নদী ও বিলে পানি ঢুকছে। এ সময় এলাকার কিছু মাছ শিকারি ও মৎস্যজীবী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধনে মেতে উঠেছে। এ অবস্থায় দেশি মাছ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল এলাকার কাটা গাঙে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি রিং জাল জব্দ করেন। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ