এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটালাপ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ জানুয়ারি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার পার্শডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পার্শডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ আলী, গ্রাম আদালতের সমন্বয়ক শফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান, গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ভোটালাপ ও উঠান বৈঠক করা হয়েছে। এছাড়াও আমরা প্রতিদিনিই উপজেলার বিভিন্ন জায়গায় এ ভোটালাপ ও উঠান বৈঠক চলমান রেখেছি।