পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ৫টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ি দিক থেকে নদী পথে স্পিডবোর্ড যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংগবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে। মুখ বাধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, সিআইডি, পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি,চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।