বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মেহেদী হাসান, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: / ১৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫


পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ভবানীপুর ভাটোপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন।
পথে পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটি গাড়িতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।

এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এঘটনায় তার বন্ধু রাফি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ওসি জানান ,খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ