ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পাবনা ০৩এর জামায়াত ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা আলী আজগর সহ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) রাতে পাবনা ০৩এর জামায়াত ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা আলী আজগর
নেতৃত্বে নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে রাতে পাবনা ০৩এর জামায়াত ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা আলী আজগর বলেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। অনেক সময় সনাতন ধর্মী কিংবা অন্যান্য ধর্মের লোকদের বলা হয় সংখ্যালঘু।
কিন্তু আমরা বলেছি আল্লাহর সৃষ্টি হিসেবে কেউ সংখ্যালঘু-সংখ্যাগুরু হয় না। এদেশের মানুষ হিসেবে সবারই সমান অধিকার আছে। সে হিসেবে আমরা সংখ্যালঘুতে বিশ্বাসী নই। অমরা সবাই আল্লাহর বান্দা।
’
তিনি বলেন, আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে রবের আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই ভালো থাকবে। প্রত্যেকেই যার যার ধর্ম সঠিকভাবে পালন করলে সমাজে অন্যায়-অবিচার হওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখেছি প্রত্যেক ধর্মেরই ধর্মের লেবাস আছে, কিন্তু তারা ধর্ম পালন করে না। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।
করতকান্দি আশ্রমের সভাপতি শ্রী সঞ্জয় বলেন, জামায়াতে ইসলামীর আন্তরিকতায় আমরা অভিভূত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের মধ্য দিয়ে প্রমাণ করেছি এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই দেশ সবার।
মিসম্যাথর উদযাপন পরিষদের ডা . দুলাল বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জামায়াতে ইসলামী আমাদের পাশে আছে।