নাটোর উপজেলার জোনাইল বিলে অভিযান চালিয়ে ২শত পিচ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
(৩০ জুন) বুধবার বিকেল এ অভিযান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বড়াইগ্রাম মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে,মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজন বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কৈ বিলে অভিযান চালিয়ে প্রায় ২০০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা । পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় বড়াইগ্রাম থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।