চাটমোহর পাবনা প্রতিনিধি :
চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় নতুন কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন তিনি। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, কমিটির অপর সদস্য বৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে তিনি বলেন, আমি এই বিদ্যালয়ে অধ্যায়ন করেছি। বিদ্যালয়ের পাশেই আমার বাসা। এক সময়ের উপজেলার অন্যতম সুনামধন্য আমাদের এই বিদ্যালয়টি নানা কারনে আজ সব দিক থেকে অনেক পিছিয়ে। আমার দায়িত্ব গ্রহনকালে আজ আমি সবার উদ্দেশ্যে বলছি, বিদ্যালয়ের হারানো ঐতিহ্য আমি ফিরিয়ে আনতে চেষ্টা করবো। আর এজন্য শিক্ষক মন্ডলী, অভিভাবক ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে যারা এই বিদ্যালয়ের দেখভাল করেছেন ম্যানেজিং কমেটির দায়িত্ব পালন করেছেন তারা বিদ্যালয়ের কোন প্রকার উন্নয়ন করেননি। তারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিলেই ব্যস্ত থাকতেন। আমি আমার বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে আদেশ নয় অনুরোধ করে বলছি, আপনারা যথা সময়ে বিদ্যালয়ে আসবেন, যথা সময়ে বিদ্যালয় ছুটির পরে বাড়িতে যাবেন। ক্লাসগুলো নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন। বিদ্যালয়ের বিষয়ে কোন ধরনের অনিয়ম, অবহেলা আমি মেনে নিবো না। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উধ্বতন কতৃপক্ষের সাথে আমি যোগাযোগ রক্ষা করবো।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখেজ উদ্দিন, অভিভাবক সদস্য মো. সাহেব আলি, প্রাক্তন শিক্ষর্থী জাকির হোসেন, মিলন মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাংবাদিক, সুধীজন সেখানে উপস্থিত ছিলেন।
📷