চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ হয়েছে।
সোমবার(৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায়ই প্রচণ্ড ব্যথা হতো, যা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে, স্কুলে যাচ্ছেন।
ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।