বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, নিহত-২, আহত ১৫

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা নদীতে বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে ২ বাইচাল নিহিত হয়েছে। নিহতেরা হলো- উপজেলার চাকসা গ্রামের সাহাব উদ্দিন মন্ডলের ছেলে রইচ মন্ডল (৫০), নরসিংহপাড়া গ্রামের মৃত কোবাদ আলী আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৪০)। এ সময় মায়ের দোয়া এক্সপ্রেস নৌকার বাইচাল শাহাদত, আব্দুল আলীম, ফরহাদ, ওহাব, মজিদ সহ আরও ১৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে শাহাদত ও আলীমের অবস্থা আশংকাজনক এদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য চাকসা গ্রামের বাসিন্দা মোঃ শওকাত আলী জানান, শুক্রবার সন্ধ্যার আগে চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া এক্সপ্রেস বাইচের নৌকাটি প্রতিযোগিতার জন্য প্রস্তুুতি নিতে বাইচালদের নিয়ে দহকুলা নদীতে মহড়া দেওয়ার সময় বরযাত্রী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নৌকা বাইচের নৌকার উপরে উঠে যায়। শ্যালো ইঞ্জিন চালিত নৌকার ধাক্কায় বাইচের নৌকা উল্টে বাইচালরা নৌকার নিচে পড়ে যায়। ফলে ২ জন বাইচাল ঘটনাস্থলে নিখোঁজ হয়। প্রায় ১ ঘন্টা পড়ে নিখোঁজদের উদ্ধার করে গ্রামবাসী। এ সময় বরযাত্রীর নৌকা পালিয়ে যায়। এ ঘটনায় আহত ১৫ ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান জানান, এব্যাপার থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ