চাটমোহরে প্রচন্ড তাপদাহের কারণে হঠাৎ করেই বেড়ে দ্বিগুণ হয়েছে তরমুজের দাম। প্রচন্ড গরমে ক্রেতাদের চাহিদাও বেশি। গ্রীষ্মকালীন এ ফলটির বর্তমান বাজার মূল্য ৭০ টাকা কেজি।
অবশ্য গত এক সপ্তাহ আগে বিক্রি করা হয়েছে প্রতি কেজি হয়েছে ৩৫ টাকা। দুদিন আগে দাম বেড়ে হয়েছিল ৫০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লুটছেন। তাই এ গরমে উত্তাপ ছরাচ্ছে তরমুজ। আবার ব্যবসায়ীরা বলছেন মোকামে তরমুজের দাম বেশি। ফলে বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।
হান্ডিয়ালের তরমুজ ব্যবসায়ী এরশাদ ইসলাম জানান,রমজানের শেষ দিকে এসে হঠাৎ করেই তরমুজের দাম বেড়ে গেছে। আমরা প্রতি কেজি তরমুজে ২ টাকার বেশি লাভ করি না। মোকাম থেকে যে তরমুজ নিয়ে আসা হয় তার মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে যায়।
তরমুজ কিনতে আসা স্কুলশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান,গত সোমবার কিনেছেন ৫০ টাকা কেজি। আজ (বুধবার) প্রতি কেজি তরমুজের দাম বিক্রেতারা নিচ্ছে ৭০ টাকা কেজি। তাও এ তরমুজের মান খুব একটা ভালো না।