প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন মন্তব্যের রেশ ধরে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। খবর বিবিসি।
বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠান শেষে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, এ পর্যন্ত যা যা ঘটতে দেখা গেল, তাতে পুতিনকে যুদ্ধাপরাধী বলতে বাইডেন প্রস্তুত আছেন কি না।
উত্তরে বাইডেন প্রথমে বলেন ‘না’, এরপর তাৎক্ষণিক মন বদলে বলেন, ‘আমি জানতে চাইছেন আমি তাকে সেটা বলব কি না…? ওহ, আমি মনে করি সে একজন যুদ্ধাপরাধী।’
ইউক্রেনে রাশিয়ার শুরুর তিন সপ্তাহ পার হলেও এত দিন বাইডেন পুতিনকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করেননি। তবে বুধবার তার ওই মন্তব্যের পর হোয়াইট হাউস বলেছে, তিনি মন থেকেই ওই মন্তব্য করেছেন।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন।’