শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনা-৩ আসনে টানা ৪র্থ বারের মতো এমপি নির্বাচিত হলেন মকবুল হোসেন

জাকির সেলিম : / ২০৪ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. মকবুল হোসেন।

রবিবার রাতে রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বেসরকারীভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. মকবুল হোসেনকে (নৌকা) নির্বাচিত ঘোষণা করেন।

তিনি ১ লাখ ১৯ হাজার ৪’শ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার (ট্রাক) পেয়েছেন ১ লাখ ১’শ ৬০ ভোট। ১৯ হাজার ৩’শ ৯ ভোট বেশী পেয়ে আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি নির্বাচিত হয়েছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো. মকবুল হোসেন চাটমোহরে ৫২ হাজার ৬’শ ১ ভোট, ভাঙ্গুড়ায় ৩৭ হাজার ৭’শ ৭৬ ভোট এবং ফরিদপুরে ২৯ হাজার ৯২ ভোট পান।
এছাড়া আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার চাটমোহরে ৬৬ হাজার ১’শ ৭৪ ভোট, ভাঙ্গুড়ায় ১৬ হাজার ১’শ এবং ফরিদপুরে ১৭ হাজার ৮’শ ৮৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ২০০৮,২০১৪ এবং ২০১৮ সালে আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ