জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অীফসার নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম।
প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে চলতি বছর পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান,শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা,শ্রেষ্ঠ শিক্ষা অফিসার,শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার,শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান,প্রধান শিক্ষক/শিক্ষিকা,সহকারী শিক্ষক/শিক্ষিকা,কাব শিক্ষক,ম্যানেজিং কমিটি (এসএমসি),ইন্সট্রাক্টর ও কর্মচারী নির্বাচিত করেছে জেলা বাছাই কমিটি। এবছর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছে চাটমোহরের খন্দকার মোঃ মাহবুবুর রহমান ও মোঃ কামরুল ইসলাম। এরপর বিভাগীয় পর্বে নির্বাচিতরা অংশ নেবেন বলে জানা গেছে। চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।