তাড়াশ প্রতিনিধি।। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃতঃ মোহাম্মাদ আলীর ছেলে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
গত বুধবার (২৩ আগস্ট) সকাল ৬ টায় তিনি ঢাকার কাশিমপুর এলাকা থেকে একটা বোরাক গাড়ী নিয়ে বের হয়, কিন্তু এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। জানা গেছে আলমগীর হোসেন স্বপরিবারে দীর্ঘদিন যাবত ঢাকার গাজীপুরে থাকেন। নিখোঁজ ব্যক্তির গায়ের রং শ্যামলা , হালকা-পাতলা স্বাস্থ্য, মুখে দাড়ি রয়েছে, সিরাজগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি। যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। যোগাযোগের ঠিকানাঃ ০১৭৪০-১৭০৭৫৭,০১৩২১-৭৬৭১৩৪.