পাবনার চাটমোহর পৌর শহরের মাস্টারপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান এবং অনেক আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৬ এপ্রিল) রাত ২টায় চাটমোহর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাহারুল ইসলাম, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রবিউল করিম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন কমান্ডার আবুল হাশেম সহ বীর মুক্তিযোদ্ধারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
তার জানাযার নামাজ চাটমোহর বালুচর মাঠে বাদ যোহর বেলা ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, তিনি চাটমোহর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের স্বামী,চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ মাস্টারের বেয়াই।