ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী এলাকায়
দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে গ্রাম সামাজিক শক্তি ।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্বে করেন ব্রাকের ফিল্ড কর্মি শাহানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন।
প্রাথমিকভাবে গ্রাম সামাজিক শক্তি ৪০টি পরিবারে কে বৃদ্ধ নারী ও পুরুষ, গৃহপরিচারিকা, ভিক্ষুক, প্রতিবন্ধী, অসুস্থ—যারা অন্য কোনো উৎস থেকে
সাহায্য পাননি এমন ৪০ পরিবারের সদস্যকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি পরিচালনা করছে। ইতিমধ্যে ৫০ টি পরিবারকে প্রথম দফায় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ নগদ অর্থ প্রদান করেছে।
গ্রাম সামাজিক শক্তি ৪০ টি পরিবারসহ ৩০০ টি পরিবারকে মাসব্যাপী এই খাদ্য সহায়তা প্রদান করবে।
৬টি কর্মরত গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লি.-এর কর্মীগন করোনা মোকাবেলায় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসকল দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি পরিচালনা করছে।
উল্লেখ্য, গ্রাম সামাজিক শক্তি ব্রাকের প্রতিষ্ঠান। গ্রাম সামাজিক শক্তি দেশব্যাপী উদ্যোক্তা কর্মসূচি পরিচালনা করে থাকে।