মোহাম্মদ ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট।
ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেটের সভাপতিত্বে বাজেটের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শরীফুল ইসলাম।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট।
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সাম্ভাব্য মোট
আয় ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩ শত ৬৬ টাকা, সাম্ভাব্য ব্যয়ে ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৯ শত ৮০ টাকা এবং ৮৩ হাজার ৩ শত ৮৬ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেজবাউল করিম।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।