ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে পাবনার চাটমোহরে মৎস্য, কৃষি, সড়ক, বিদ্যুৎ, বনজ ও গ্রামীণ অবকাঠামোগুলো ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গত রবিবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৮ মে) দুপুর পর্যন্ত রিমেলের প্রভাবে সৃষ্ট ঝড়বৃষ্টি ও গাছপালা ভেঙ্গে উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দমকা ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, আম ও লিচু বাগান, গাছপালা, বৈদ্যুতিক লাইন ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুৎতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের অনেক গাছ ঝড়ে উপড়ে পড়ায় অনেক সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছিল বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। সকাল থেকেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেছেন। বর্তমানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
রিমেলের তাণ্ডবে কোনো প্রাণহানি না হলেও ফসল ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে পাকা বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।
বড় বেলাই গ্রামের কৃষক আব্দুল আলিম ও রায়হান আলী বলেন, ঝড়ের আঘাতে পাকা বোরো ধান পড়ে মাটির সাথে মিশে গেছে। এই কাটতে অতিরিক্ত কামলা ও অর্থ খরচ হবে। গাছের আম,লিচুর ক্ষতি হয়েছে।