মানব সেবায় আত্মনিয়োগ করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, এই মূলমন্ত্র বুকে ধারণ করে চলনবিলের অসহায় হত দরিদ্র আর্থিক অস্বচ্ছলতা কিংবা অন্য যেকোনো কারণে ভালো চিকিৎসা সেবা নিতে পারছেন না তাদের জন্য ‘জাগ্রত চলনবিল ফাউন্ডেশন’ – এর উদ্যোগে আগামী ১৯ জুন রোজ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত হামকুড়িয়া উচ্চবিদ্যালয়ে বৃহৎ পরিসরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত।
এই চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন।
যেসকল ডাক্তার ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন, তাদের তালিকা নিচে দেওয়া হল-
১. লিভার ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ –
ডাঃ মোঃ নাজমুল হক
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (হেপাটোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার, পরিপাকতন্ত্র, মেডিসিন ও এন্ডোস্কপিক ইন্টারভেনশনাল স্পেশালিস্ট।
২. অর্থোপেডিক্স, সার্জারী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও সার্জন-
ডাঃ মোঃ আমিনুল ইসলাম (সোহেল)
এমবিবিএস(রাজ), বিসিএস এফসিপিএস (অর্থোপেডিক্স-কোর্স) এমএস (সার্জারী-থিসিস পর্ব)
সিসিডি-বারডেম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি: এ-৬১০৩২
৩. কিডনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন-
ডাঃ মোঃ মাসুদ রানা বাদল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এম.এস (ইউরোলজী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ইউরোলজী বিশেষজ্ঞ ও সার্জন
কিডনী, মুত্রথলী, প্রোস্টেট, মুত্রনালী, পুরুষাঙ্গ, অন্ডোকোষ পুরুষ বন্ধ্যাত্ব ও যৌন অক্ষমতা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
৪. চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন-
ডাঃ মোহাম্মাদ আলী
এম.বি.বি.এস, সি.সি.ডি (বারডেম), ডি,এম,ইউ ডিও-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ এক্স-কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ইসলামীয়া চক্ষু হাসপাতাল, ঢাকা।
৫.শিশু রোগ বিশেষজ্ঞ –
ডাঃ মোঃ পারভেজ শেখ
এম বি বি এস, বি সি এস (এফপি)
সি সি ডি (বারডেম),পিজিট (শিশু)
ডি এম ইউ (আল্ট্রা), এম ডি (কোর্স) শিশু
মেডিক্যাল অফিসার ( এম সি এইচ – এফপি)
৬. গাইনি রোগ বিশেষজ্ঞ –
ডাঃ হিমিকা রোকসানা রুপা
এম বি বি এস , এফ সি পি এস
সি সি ডি (বারডেম) সি এম ইউ
নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ
৭. দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন-
ডাঃ কানিজ রোকসানা
বি.ডি.এস (ঢাকা) পি.জি.টি (ও.এম.এস)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
বি,এম,ডি,সি রেজি: নং-১০৯৩১
৮.চর্ম,যৌন রোগ বিশেষজ্ঞ –
ডা: রাহাত রুমেন
এমবিবিএস,পিজিটি-এনাস্থেসিয়া
মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জ
৯. মেডিসিন রোগের চিকিৎসক –
ডাঃ মোস্তাফিজুর রহমান
এম বি বি এস (রাজ)
প্রভাষক, বায়োকেমেস্ট্রি বিভাগ,
নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ
১০. মেডিসিন রোগের চিকিৎসক –
ডাঃ আজমাঈন আবরার রিফাত
এম বি বি এস (ডি ইউ)
সার্বিক সহোযোগিতায়: জিকেএস হসপিটাল , তাড়াশ , সিরাজগঞ্জ
এবং হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
০১৩০৯২২৯৩৭৬(আল আমিন)
০১৭০৬১৮০৭৩৯( কাওসার),