দায়িত্ব গ্রহণের পর প্রথম আজ নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১২ টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে পৌঁছান।
চারদিনের সফরের আজ প্রথম দিন শহরের আরিফপুর কোবরস্থানে শায়িত নিজের বাবা-মায়ের কবর জিয়ারত, রাষ্ট্রপতি জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবেন তিনি, এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবিদের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর আগামীকাল ১৬ মে সকাল ১০ টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি যোগ দেবেন নাগরিক সংবর্ধনা সভায়। এ ছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সহ বেশকিছু স্থান পরিদর্শন করবেন। ১৮ মে সকালে সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি।