মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাটমোহর পৌর সদরের সবুজ সংঘে এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেনের সঞ্চাচলনায় ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন।
বক্তব্য দেন, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনি, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাসুম আকাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন হোসেন প্রমূখ।
এ সময় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।