চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার( ১৯ মার্চ) দুপুরে পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা সুত্রে জানা গেছে চাটমোহর, পৌর সদরের পুরাতন বাজার সেবা ড্রাগ হাউজ কে ফলিসন মেডিসিন নির্ধারিত দাম অপেক্ষা প্রতি পিছে ২ টাকা প্রায় বেশি নেবায় ১৫ হাজার টাকা জরিমানা, একই বাজারে মুল্য তালিকা না থাকা এবং বোতলজাত তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা, রহমান ট্রেডার্স কে বোতলজাত রেট থেকে বেশি মুল্যে সয়াবিন বোতল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা, তনু স্টোর ও মেসার্স হক স্টোরে খোলা সয়াবিনের তেলের ভাউচার না রেখে বেশি দামে বিক্রয় করায় ২০ হাজার করে ৪০ হাজার টাকা,প্রনব তরমুজ ঘরকে বেশি দামে তরমুজ বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, বোথর বাজারে নিত্যানন্দ ঘোষ ঘী ভান্ডার কে অবৈধ ভাবে ঘী তৈরি করায় ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমান, নতুন বাজার মন মোহন মিস্টান্ন ভান্ডা অপরিস্কার পরিবেশের জন্য ২০ হাজার টাকা, নিউ মনমোহন কে ৩০ হাজার টাকা সহ তিনটি বাজারে ৯ টি প্রতিষ্ঠান কে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে সহায়তা করেন ক্যাব সেক্রেটারি মাহবুব আলম, এসময় র্যাব পাবনা ও আনসার ব্যাটেলিয়নের সমস্যারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হবে। কোন প্রকার মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, যেকোনো পণ্য মজুদ ওজনে কম দেওয়া সহজ যে কোন ধরনের অপরাধের শাস্তি অসাধু ব্যবসায়ীদের পেতে হবে।