চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুনের মা চাটমোহর পৌর সদরের পাঠানপাড়া মহল্লার বাসিন্দা মরহুম ফজলুর রহমান খন্দকারের স্ত্রী বেগম রিজিয়া খন্দকার (৮৩) শনিবার (১ জুলাই) দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা চাটমোহর শাহী মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে শাহী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে রিজিয়া খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন পাবনা-৩ আসনের এমপি মোঃ মকবুল হোসেন,সাবেক এমপি ও বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলাম,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার,চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল,সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,সাধারণ সম্পাদক জুয়েল মির্জা,পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া,সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, টিএনবি২৪ ডট নেট সম্পাদক জাকির সেলিম প্রমুখ।