চাটমোহর (পাবনা) সংবাদদাতা
দীর্ঘ দিন জন ভোগান্তির পর পাবনার চাটমোহর পৌর সদরের প্রধান সড়ক নতুন ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সড়কের জার্দিস মোড় থেকে বালুচর রনজুর বাড়ি পর্যন্ত নির্মাণ কাজ উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। ১২৬ মিটার লিংক রোডসহ মোট ১০৯৩ মিটার রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাসেল এন্টার প্রাইজ কর্তৃক জুন ২০২৫ এর মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।
রাস্তাটি উদ্বোধনকালে সহকারি কমিশনার (ভূমি) ও চাটমোহর পৌরসভার দায়িত্ত্বপ্রাপ্ত প্রশাসক মেহেদী হাসান শাকিল, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী রাফিউল বারী, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, প্রেসক্লাবের সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সনজিৎ সাহা কিংশুক, তানভীর জুয়েল লিখন, দুলাল সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।