শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রুমা

রিপোটারের নাম : / ২৯ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

গত ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মহা জিয়াউল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুমোদনের কাগজ হাতে পাওয়ার পর বিষয়টি জানতে পারেন অ্যাডভোকেট রুমা।

পত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ ফেব্রুয়ারি’২০২৫ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।

চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো-সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, অভিভাবক সদস্য মো. মওলা বক্স ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আলতাব হোসেন।

এক প্রতিক্রিয়ায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, ‘আমি চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী। আমার স্কুলজীবন কেটেছে এখানে। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন। যদি কখনও সুযোগ পাই স্কুলের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চাটমোহরের গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ