চাটমোহরে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা। বুধবার (১৪ জুন) রাত ৮ টায় থানায় ওসির কক্ষে মতবিনিময় করেন।
থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত ওসি সেলিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স। সাধারণ মানুষ থানায় সেবা পেতে এসে যেন পুলিশের কাছ থেকে হয়রানীর শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। স্বচ্ছতার সাথে কাজ করবো। তিনি চাটমোহরবাসীর জন্য কাজ করতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মানুষ যাতে সেবা পায় সে বিষয়ে আমরা পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করবো। সেবা পেতে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, কোন মাধ্যমে আমার যোগাযোগ করবেন না।
তিনি সবাইকে নিয়ে চাটমোহরে ভালকিছু করার প্রত্যয় ব্যক্চাক করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সমকাল এর চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলন, মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক গণজাগরণ এর প্রতিনিধি ও টিএনবি টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সহকারী অধ্যাপক জাকির সেলিম, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য্য, সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চাটমোহর টিভি সম্পাদক মাসুদ রানা, জাহাঙ্গীর আলম মধু, বিপ্লব আচার্য্য প্রমুখ।
চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ সেলিম রেজা ইতোপূর্বে নাটোরের গুরুদাসপুর, লালপুর ও বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঈশ্বরদী ডিএসবি জোন থেকে চাটমোহর থানায় গত ১২ জুন যোগদান করেন।