চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার( ৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান প্রমূখ।
এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১১০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাইয়ের বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।