শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা

স্টাফ রিপোর্টার : / ২৫৫ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

পাবনার চাটমোহর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। এ উপজেলায় বুধবার ৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়। এনিয়ে পাবনা জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হল।

বুধবার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে চাটমোহরসহ পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়। সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো চাটমোহর উপজেলার ৭৮টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো।
এ উপলক্ষে বুধবার সকালে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪র্থ পর্যায়ের ঘর হস্তান্তরের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ঘরের চাবি ও জমির দলির হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা,সাংবাদিক,সুধিজন ও সুফলভোগি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্য।প্রমূখ।
চাটমোহর উপজেলার ৭৮টি ঘরের মধ্যে ছাইকোলা ইউনিয়নে ৩৫টি,মুলগ্রামে ২৩টি,হরিপুরে ১০টি,ডিবিগ্রামে ৩টি,মথুরাপুরে ১টি এবং ফৈলজানা ইউনিয়নে ৬টি। এ উপজেলায় প্রথম পর্যায়ে ৩০টি,২য় পর্যায়ে ২৫টি,৩য় পর্যায়ে দুই দফায় ১৪৩টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
৪র্থ পর্যায়ের ২য় ধাপে এবার পাবনার পাঁচটি উপজেলার মধ্যে চাটমোহরে ৭৮টি,ভাঙ্গুড়ায় ৪১টি, ফরিদপুরে ১১৩টি, সুজানগরে ৫৩টি, বেড়ায় ৩৬১টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের প্রথমধাপে ৩ হাজার ৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে। ৪র্থ পর্যায়ে জেলায় ১ হাজার ৫১৮টি ঘর বরাদ্দ পাওয়া যায়। তার মধ্যে ১ম ধাপে গত ২২ মার্চ ৮৭২টি ঘর প্রদান করা হয়েছে। আর ২য় ধাপে প্রদান করা হলো ৬৪৬টি ঘর। এর আগে জেলার ঈশ্বরদী,আটঘরিয়া,সাঁথিয়া ও পাবনা সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আর এবার বাকি পাঁচটি উপজেলা চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর, বেড়া,সুজানগরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ