চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
রবিবার (১ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাইকোলা সবুজ পাড়া ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি সিরাজগঞ্জের তারাশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মজিদ শেখ (৫০)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকদ্রব্য (গাঁজা) বিক্রি হচ্ছে পরে অভিযান চালিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া ব্রীজের উপর ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। অভিযানে এ এসআই রাশেদসহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। এ সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৪ কেজি গাজা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।