শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ২৫ শত লিটার ভোজাল দুধ জব্দ : দুধ তৈরির সাথে জড়িত গ্রেফতার-৫

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৩১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। দুধ সংগ্রহ,মজুদ ও সরবরাহের দায়ের প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

একইসাথে ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৬ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে। 

সোমবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত এনএসআই পাবনা টিমের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে ও ছাইকোলা চৌরাস্তায় প্রাণের হাব সেন্টারে অভিযান পরিচালনা করেন। 

এসময় এনএসআই পাবনার সহকারী পরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১৭ সদস্যের টিম,পাবনার অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোফাজ্জল হোসেন,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

এনএসআই’র সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে ভেজাল দুধ তৈরিকারকদের বাড়িতে অভিযান চালান। এসময় কয়েকজন পালিয়ে গেলেও এক মহিলাসহ ৬ জনকে আটক করা হয়। জব্দ করা হয় দুধ,তেল ও বিভিন্ন প্রকার কেমিক্যাল।

 আটককৃতরা হলেন লাঙ্গলমোড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫),সেকেন্দার আলীর ছেলে খলিলুর রহমান (৬৫),সাইদুল ইসলামের ছেলে লিটন হোসেন (১৯),হযরত আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০),খবির উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২০) ও রিফাজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৩৫)। এদের মধ্যে খলিলুর রহমানের ছেলে রুবেল হোসেন ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকায় তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করানোর শর্তে খলিলুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। রুবেলের বড় ভাই এ্যাড.এরশাদ আলী তার দায়িত্ব নেন। অন্যদের নামে নিয়মিত মামলা রজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এরপর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী,নিরাপদ খাদ্য পরিদর্শক ও এনএসআই টিম ছাইকোলা চৌরাস্তায় প্রাণের চিলিং সেন্টারে (হাব সেন্টার) অভিযান পরিচালনা করেন। সেখানে তেল ও ডিটারজেন্টযুক্ত দুধ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমান আদালত সেন্টারে সংরক্ষিত প্রায় আড়াই হাজার লিটার দুধ জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভেজাল দুধ সংগ্রহ,মজুদ ও সরবরাহের দায়ে প্রাণ কোম্পানীর এই সেন্টারের তিন কর্মকর্তাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মুসা নাসের চৌধুরী। দন্ডপ্রাপ্তরা হলেন এরিয়া ম্যানেজার পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শহিদুল সরকারের ছেলে শামসুল আলম (৩৬),সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চক চিথুলয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহির রায়হান (২৭) ও পাবনার সাঁথিয়া উপজেলার করমচা গ্রামের ফজলুল হকের ছেলে নাজমুল হোসাইন (৩৫)। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা কয়েকজনকে আটক করেছি। তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদের নামে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। ভেজাল দুধ তৈরির সাথে জড়িত যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ