চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন উপজেলা বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের কোরবান মোল্লা’র ছেলে মোস্তাকিন (২৭)।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলমের নির্দেশে থানার এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স এএসআই রাশেদুল ইসলাম এবং এএসআই শাকিলকে নিয়ে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ছোটগুয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাকিন’কে ২১০ পিস ট্যাবলেটসহ আটক করে।
এস আই গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ছোটগুয়াখড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকিন কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ীকে রবিবারে জেলহাজতে পাঠানো হয়েছে।