পাবনার চাটমোহরে বাবার কাছ থেকে টাকা না পেয়ে অভিমানে রাজিব হোসেন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর গ্রামের তৈয়ব আলী’র ছেলে। পেশায় সে রাজমিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাজিব তার বাবার কাছ থেকে ৭ শত টাকা চাইলে তার বাবা দিতে অস্বীকার করেন। টাকা না পেয়ে অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার পারিবারে সদস্যরা ঘরের ভেতরে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দীন জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে এবং এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।