শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে সাংবাদিকের বাড়িঘরে হামলা ভাঙ্চুর

চাটমোহর পাবনা প্রতিনিধি :। / ১২২ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

পাবনার চাটমোহর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুকের বোঁথর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা বাড়ির ঠাকুর ঘরের একাধিক প্রতিমা,ফ্রিজ,টেলিভিশনসহ অন্যান্য জিনিসপত্র ভাঙ্চুর করেছে। এসময় তারা সাংবাদিক কিংশুককে খুঁজতে থাকে।
এছাড়া দৈনিক কালবেলার চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার প্রতিনিধি রাজিবের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙ্চুর করা হয়েছে। অপরদিকে সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস এম হাবিবুর রহমান দুর্বৃত্তদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এসকল বিষয়ে গত মঙ্গলবার বিকেলে চাটমোহর প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলা,ভাঙ্চুর ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম সাংবাদিক সঞ্জিত সাহা কিংশুকের বাড়িতে গিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিন্দা জানান। এসময় প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। কিংশুকের বাড়িতে গিয়ে দৃঃখ প্রকাশ করেন বিএনপ নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু। চাটমোহর প্রেসক্লাবের সদস্যরা সঞ্জিত সাহা কিংশুকের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে ঘটনার নিন্দা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ