চাটমোহর প্রতিনিধি :
পাবনা-৩ আসনে বিএনপি’র এমপি প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন সোমবার(১৪ জুলাই) বিকেলে চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি তার রাজনৈতিক পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুস সালাম চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নিয়ে আমার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিশেষ পরিপ্রেক্ষিতে আমাকে পাবনা- ৩ আসনে পাঠিয়েছেন। সকলেই আমার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। চূড়ান্ত মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তিনি পাবনা-৩ এলাকার ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান। তিনি সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ঢাকা দক্ষিণ বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু,পাবনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম,সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,সম আতাউর রহমান তোতা,উপজেলা ছাত্রদলের আহবায়ো ফুলচাঁদ হোসেন শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।