শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে শুরু ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ১৬২ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং শনিবার চুড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে। চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

ডিএনএফ মানবকল্যাণ ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিযোগিতাটির আয়োজন করেছে। সংগঠনটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সদস্য যতন আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে।

আয়োজক সংগঠন ডিএনএফ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা বলেন, ‘ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’

পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ