চাটমোহরে শিশুদের উপবৃত্তি শীর্ষক সেমিনার
চাটমোহর (পাবানা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক রাশেদুল কবীর।
সেমিনারের মূল আলোচক হিসেবে বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হিসাবরক্ষন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনার স্বাগত বক্তব্য দেন চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
বক্তব্য বক্তরা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।