পাবনার চাটমোহরে ৫ বছরের এক শিশুকন্যা ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি
ঘটেছে গত রবিবার(২৮ মে) দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ
দক্ষিণপাড়া গ্রামে। এঘটনায় সোমবার (২৯ মে) চাটমোহর থানায় মামলা হলে
পুলিশ ধর্ষক একই গ্রামের মজিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৪০) কে আটক
করেছে পুলিশ।
থানায় দায়ের কলা এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সমাজ দক্ষিণপাড়া
গ্রামের এরশাদ আলী ও তার স্ত্রী সোনিয়া প্রায় ২০ বছর যাবত ঢাকায়
গার্মেন্টস-এ চাকুরি করেন। এরশাদ আলী তার ৫ বছরের মেয়েকে গ্রামে দাদীর
কাছে রেখেছেন। গত রবিবার দুপুরের দিকে শিশুটি খেলার জন্য প্রতিবেশী
জিয়াউর রহমানের শিশুকন্যা জিদনি খাতুনের (৪) খোঁজে তাদের বাড়িতে যায়।
এসময় জিদনি বাড়িতে না থাকায় লম্পট জিয়াউর রহমান শিশুটি আম দেওয়ার
প্রলোভন দিয়ে নিজ ঘরে ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি
কান্নাকাটি শুরু করলে তাকে বাড়ি পৌছে দেয় জিয়া। এরপর শিশুটির দাদী ও
চাচা-চাচীকে বিষয়টি জানায়। শিশুটির চাচা মোঃ কিতাব আলী সোমবার (২৯)
সকালে চাটমোহর থানায় জিয়াউর রহমানকে বিবাদী করে ধর্ষন মামলা করেন। পুলিশ
অভিযান চালিয়ে জিয়াকে আটক করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন
জানান,থানায় মামলা হয়েছে। শিশুটির মেডিকেল করানো হয়েছে। ধর্সককে
গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।