চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে মৎস্য অধিদপ্তরের নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় ভিয়েতনামীজ কৈ বিষয়ে অবগত করার জন্য মৎস্য চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন উপজেলা হান্ডিয়াল চাষির পুকুর পাড়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল,এসময় চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান সহ ৫০ জন মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন টিএনবি,কে জানান, ২০২৫ -২৬ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় ভিয়েতনামীজ কৈ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ মাঠ দিবসে ৫০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।