শিক্ষাঙ্গনে তথ্য প্রযুক্তি বিকাশের লক্ষে পাবনার চাটমোহরের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২২২ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জনশুমারী ও গৃহগণনাকারী প্রকল্পের আওতায় উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২২২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ওই ট্যাব বিতরণ করা হয়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই ট্যাব বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মগরেব আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: এখলাছুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: গোলাম মোস্তফা এবং প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
‘সময় অসময়’ পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন-এর দ্বিতীয় কন্যা সাহরিনা খন্দকার স্পৃহা মেধাবী শিক্ষার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার লাভ করেছে। সে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম (বিজ্ঞান) শ্রেণির শিক্ষার্থী। বিগত বার্ষিক পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়।