ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাটমোহরে ভোটালাপ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাবনার চাটমোহর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা টিএনবিকে জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, ভোটারদের সচেতন করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ভোটালাপ ও উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে।