চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার ১০টি জনসমবায় দলের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া ঈদগাহ মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডি’ও) আয়োজিত মিলনমেলায় ছিলো খেলাধূলা,র্যাফেল ড্র,আলোচনা সভা। এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আকরামুল হক,উপসহকারী প্রাণিসম্পাদ কর্মকর্তা একরামুল কবির তপন প্রমূখ।
বক্তব্য দেন,ভূমিহীন নেতা ইসলাইল অলম,জনসমবায়ের প্রতিনিধি আনোয়ার হোসেন,শরিফা খাতুন নিপা,রাজিয়া সুলতানা.আলতাফ হোসেন প্রমুখ।
TNB24/ শু/তু/