শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৬১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
oplus_0

জাকির সেলিম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরে ভাঙা রাস্তা দ্রুত পুনঃনির্মাণের দাবিতে চেতনায় হান্ডিয়াল নামক সামাজিক সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ আগষ্ট) সকাল ১০ টায় চাটমোহরের জার্দিস মোড় হতে হান্ডিয়ালের বাঘলবাড়ি চার মাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে হান্ডিয়াল নিমাইচড়া বিলচলন এবং গুনাইগাছা ৪ টি ইউনিয়নের জনগণ ৯ টি পয়েন্টে অংশ গ্রহণ করেন।

এই মানববন্ধনে অংশগ্রহণ করেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ কে এম আনোয়ারুল ইসলাম। এছাড়াও চাটমোহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “রাস্তা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। একটি এলাকার উন্নয়ন নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার ওপর। তিনি বিএনপি আমলে এই রাস্তাটি নির্মাণের জন্য অনেক শ্রম দিয়েছিলেন। রাস্তাটির পুনঃসংস্করণে যা যা করার তিনি করবেন। আগামী ছয় মাসের মধ্যে রাস্তাটির পুনঃনির্মাণের কাজ শুরু হবে বলে উপস্থিত জণগণকে আশ্বস্ত করেন”,।

মানববন্ধনে বক্তারা বলেন,
চাটমোহর জাদ্রিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ী চৌ-রাস্তা পর্যন্ত আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা এসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি সেবা। তাই দ্রুত সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মানুষের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবেন।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটমোহর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এফএম ছহির উদ্দিন স্বপন, কৃষক দলের সাবেক সভাপতি এম,এ হান্নান খোকন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকবর আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান কে,এম জাকির হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, প্রাক্তন প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, শিক্ষক তসলিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান (অবসরপ্রাপ্ত শিক্ষক) বকুল হাজী,শাহিদুল প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে,এম বেলাল হোসেন স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ