চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর শহরের ছোট শালিখা এলাকায় ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামের দর্শক গ্যালারীর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এই ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এসময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম সরকার,বিশিষ্ট ব্যবসায়ী রবিউল করিম,ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ উপজেলা পর্যায়ে ব্যডমিন্টন ইনডোর স্টেডিয়াম চাটমোহর স্থাপিত হচ্ছে। সরকারি অনুদান ছাড়াও বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও সংগঠণের সহযোগিতায় চাটমোহর স্পোর্টস একাডেমির সার্বিক তত্বাবধানে এই ইনডোর স্টেডিয়াম নির্মিত হচ্ছে। ব্যাডমিন্টনে চাটমোহরের নাম দেশব্যাপী। চাটমোহরের সন্তান সোয়াদ ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন। প্রতিবছর চাটমোহরে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ের অধিকাংশ খেলোয়াড় অংশগ্রহণ করেন।