পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাষ্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে উপজেলা হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ শাখার আয়োজনে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রবিউল করিম (এম,এ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহক হোসেন মানিক, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলজার হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
এসময় চাটমোহর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবিন্দ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।