চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রেলবাজার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ অক্টোম্বর বেলা ১১ টায় শিক্ষকদের একটি র্যালী অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম।
শিক্ষক দিবসের কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বুলবুল আহমেদ, রফিকুল ইসলাম ও মো: হুমায়ুন কবির।
এসময় অত্র এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।