বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বাপা ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালন

পাবনা প্রতিনিধি : / ৬৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পাবনা প্রতিনিধি
‘নদী ও জলাধার: আমাদের প্রকৃতি সংস্কৃতি ও সামাজিক মুল্যবোধের আঁধার’-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল বিদ্যা নিকেতন এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতন থেকে ব্যানার ফেস্টুন ও বিভিন্ন শ্লোগান নিয়ে একটি র‌্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র্্যালী শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পরে স্কুল প্রাঙ্গণে বড়াল বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষিকা দিল আফরোজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়টির অঙ্কন শিক্ষক মিলন রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বর্তমান সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ডা, এস এম আতিকুল ইসলাম, সাংবাদিক শাহীন রহমান সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার বাসযোগ্য পৃথিবী গড়তে জন্য নদীনালা, খাল-বিল, পুকুর, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কারণেই নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। তাই এই সময় আমাদের খুবই জরুরী হয়ে পড়েছে নদী প্রকৃতিকে বাঁচানো। আমরা নিজের জীবন দিয়ে উপলদ্ধি করছি, নদী বিল হাওড় মাছ প্রকৃতি বৃক্ষ মাটি সবকিছু আমাদের হাত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রয়োজনে লড়াই করে আমাদের প্রয়োজনে এগুলো ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের অংশগ্রহণে নদীর উপর গ্রাফিতি প্রতিযোগিতা। পরে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ